ঝড়ে উড়ে গেল উপহার পাওয়া ৬ ঘরের চাল
দিনাজপুরের ফুলবাড়ীতে ঝড়ে উড়ে গেছে মুজিববর্ষে উপহার পাওয়া ছয়টি ঘরের চাল। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য ঘরগুলোও।
মঙ্গলবার (১১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি খরচেই এসব ঘর মেরামত করে দেয়া হবে বলে জানান তিনি।
খোজ নিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকের ঝড়ে আলাদিপুর ইউনিয়নের আলাদিপুর বাসুদেবপুর এলাকায় জয়বাংলা পল্লী এই প্রকল্পের ১০০টি ঘরের মধ্যে ছয়টির চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্য ঘরগুলোও। ভেঙে পড়েছে বারান্দার পিলার।
চাল উড়ে যাওয়া ঘরের মালিক আর্জিনা বেগম, মতিয়ার রহমান, জাকির হোসেন বলেন, ‘সামান্য ঝড়ে ঘরের চাল সব উড়ায় নিয়ে গেছে। এই ঘরগুলোতে থাকা ঝুঁকিপূর্ণ। রড কাঠ উড়ায় গেছে।’
তাদের অভিযোগ, কাম করছে নিম্নমানের। আশপাশের সব ঘরের চাল নড়বড়ে।’
বিউটি বেগম নামে আরেকজন বলেন, ‘হালকা বাতাসে কয়েক মিনিটের ঝড় আসছিল। এর থেকেও কত বড় বড় ঝড় তুফান দেখছি, কিন্তু সামান্য তুফানে ঘরের চাল কাঠসহ উড়ায় গেছে এবার দেখলাম।’
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘যারা ঘরগুলো পেয়েছে তারা উঠছে না। আমরা যে ছোট ছোট তালা লাগিয়ে দিয়েছি তা তারা খুলে দরজা জানালা খুলে রাখে। এ কারণে ঝড়ের সময় ঘরে বাতাস ঢুকে চালাসহ উড়ে গেছে। আমরা মেরামত শুরু করেছি। আজ কালের মধ্যে ঠিক হয়ে যাবে।’
এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস