তুচ্ছ ঘটনায় মাগুরায় বাড়িঘর ভাঙচুর


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার কাপাশাটি গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে চারটি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় ছয়জন গুরুতর জখম হয়েছেন।

এলাকাবাসী জানান, ছয় বছর আগে কাপাশাটি গ্রামে একটি খুনের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়। ওই মামলার অন্যতম সাক্ষী মো. ওসমান গনী সোমবার আদালতে সাক্ষ্য দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই মামলার আসামি তারিকুল ইসলাম ও তার সমর্থকরা বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Magura

ধারণা করা হচ্ছে খুনের মামলার আসামিরা ক্ষমতসীন দলের সমর্থক হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের কেউও এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না।

মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।