দিনাজপুরে হোমিও চিকিৎসক গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের চিরিরবন্দরে বীরেন্দ্র রায় (৬৮) নামে এক হোমিও চিকিসৎককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১ টায় রানীবন্দর ইছামতি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বীরেন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত জোগেন্দ্র নাথ রায়ের ছেলে এবং রায় ফার্মেসির মালিক।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১১ টায় ডা. বীরেন্দ্র রায় বাইসাইকেলযোগে রানীবন্দর বাজার থেকে বাড়ি ফেরার পথে রানীপুর ইছামতি কলেজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রাত সাড়ে ১২ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ভোর ৪টায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত এবং দুর্বৃত্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।