জয়পুরহাটে ওষুধের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ২


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

জয়পুরহাটের কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজার এলাকায় একটি ওষুধের দোকানে ডাকাতির সময় ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ আরও ২ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০ টায় কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ডাকাতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের রঞ্জু মিয়া ও বগুড়ার সোনাতলা উপজেলার রাখাল কাজী-তালতলা গ্রামের জিয়ারুল ইসলাম।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কালাই উপজেলা শহরের পাঁচশিরা বাজারে সিরাতুল ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করছিল। এ সময় টহল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হলে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মানিক মিয়া ও সোনাতলা উপজেলার ছোট বালুয়া গ্রামের মাহমুদুল ইসলাম নামে ২ ডাকাতকে আটক করা হয়েছে।

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।