খাগড়াছড়িতে করোনায় দুস্থদের পাশে সেনাবাহিনী
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। আর এ পরিস্থিতিতে পাহাড়ি জনপদে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর মানবিক সহায়তা।
রোববার (৯ মে) খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়ি স্টেডিয়ামে সদর উপজেলার ২২০ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, লবন ও সাবানসহ খাদ্যসামগ্রী দেয়া হয়। এসময় তাদের মাস্কও দেয়া হয়।
করোনা মহামারির প্রথম ঢেউ শুরুর পর থেকেই কর্মহীন হতদরিদ্র ও দুস্থ মানুষের সঙ্কট উত্তরণে মানবিক সহায়তা দিয়ে আসছে সেনাবাহিনী।
মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/জেআইএম