বিজিবি নামতেই যাত্রীশূন্য পাটুরিয়া ফেরিঘাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:২১ এএম, ০৯ মে ২০২১

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ তিনটি পয়েন্টে ফেরিঘাটগামী যানবাহন নিয়ন্ত্রণ করছে বিজিবি। ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বারবারিয়া ও টেপড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স ও জরুরি মালামাল বোঝাই যানবাহনগুলো ঘাটে আসতে দিলেও চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। অনেককেই ঘাট থেকে ফেরত পাঠানো হচ্ছে। সড়কে কঠোরভাবে যান চলাচলের প্রভাব পড়েছে পাটুরিয়া ফেরিঘাটে।

jagonews24

রোববার (৯ মে) সকাল ৯টার পর থেকে ফেরিঘাট যানবাহন ও যাত্রীশূন্য হয়ে যায়। বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী ঘাটে পৌঁছালেও তারা অ্যাম্বুলেন্স পারের জন্য চলাচলরত ফেরিতে করে নদী পার হচ্ছেন।

এদিকে ফেরিঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য একটি ছোট ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।

বি.এম খোরশেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।