সীমান্তে বিলুপ্ত ছিটমহলবাসীদের মিলন মেলা


প্রকাশিত: ১০:০২ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে সোমবার উভয় দেশের নাগরিকদের আবারও দেখা দেয়ার সুযোগ তৈরি করে দেয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা। বিলুপ্ত ছিটমহলের সর্বশেষ নাগরিকদের ভারত যাওয়ার সময় বিএসএফ এ সুযোগ দেয়। সোমবার সকাল থেকে চিলাহাটি চেকপোস্টে বাংলাদেশের কয়েক হাজার জনগণ ও ভারতের অংশে হলদিবাড়ি সীমান্তে অর্ধ লক্ষাধিক নাগরিক ছুটে আসেন উভয় দেশের আত্মীয়-স্বপনদের দেখার জন্য।

মোবাইল ফোনে উভয় দেশের পরিবারদের সংবাদ দেয়রে পর চিলাহাটি থেকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প পর্যন্ত সহস্রাধিক অটোবাইক, সাইকেল ও মোটসাইকেলের তীব্র যানজট শুরু হয়। চিলাহাটি বাজার থেকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার তীব্র যানজট দেখা যায়। বিজিবি ক্যাম্পের সদস্যরা রাস্তায় বাশ দিয়ে ব্যারিকেট তৈরি করে বন্ধ করে দেয়।


বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে লোকজন ছুটে আসেন ভারতীয় আত্মীয়-স্বজনদের এক নজর দেখার জন্য। এ সময় কথা হয় আদিতমারীর রমান্ত কান্ত সেনের সঙ্গে। তিনি জানালেন, কাকাতো ভাই ভারতে থাকায় দীর্ঘ রাস্তা পারি দিয়ে দেখা করতে এসেছেন।

অনেকে ভারতীয় পরিবারগুলোর জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন। এর মধ্যে ইলিশ মাছ ছিল সবচেয়ে বেশি। বিজিবির ডাঙ্গা ক্যাম্পের সদস্য ৮ কার্টন ইলিশ মাছ আটক করে। ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হামিদ জাগো নিউজকে বলেন, ভারতে পাচারের উদ্দেশে নেয়ার সময় ৮ কার্টন ইলিশ মাছ আটক করা হয়েছে।


অনেক পরিবারের সদস্যরা ২/১টি করে ইলিশ মাছ ব্যাগে করে তাঁরকাটার উপর দিয়ে পার করে দেয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উভয় দেশের মিলন মেলা দেখা যায়।

জাহেদুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।