পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, ইলেকট্রিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ মে ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীতে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডায় গোলাম কিবরিয়া রাশেদ (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৮ মে) দুপরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মেরিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম কিবরিয়া রাশেদ ওই গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী। এ ঘটনায় পুলিশ একই বাড়ির মৃত ছেরাজল হকের ছেলে মো.বাবুল (৫১), ও তার ছেলে সুজনকে (২২) আটক করেছে।

নিহতের মামা মো. সেলিম ভূঞা জানায়, কিবরিয়া আমিশাপাড়া বাজারে চাচাতো ভাই আবদুর রহিমের মালিকানাধীন ‘ফুড মিনি চাইনিজ রেস্তোরাঁয়’ ইলেকট্রিকের কাজ করেন। পরে রেস্তোরাঁর মালিক রহিমের কাছে কাজের পাওনা টাকা চাইলে কিবরিয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে গত রোববার (২ মে) কিবরিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে ওই রেস্তোরাঁয় বেঁধে নির্যাতন চালায় তারা। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

শুক্রবার (৭ মে) দিবাগত রাতে কিবরিয়া ঘরের বাইরে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরের সামনে ফেলে যায়। সাহরি খেতে উঠলে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঘরের সামনে থেকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।