চুয়াডাঙ্গায় হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৮ মে ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগ থেকে একটি অক্সিজেন সিলিন্ডারসহ ফ্লো মিটার খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (৬ মে) রাত থেকে সিলিন্ডারটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আহত এক আওয়ামী লীগ কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সার্জারি ওয়ার্ডে থাকাকালীন ওই রোগীকে অক্সিজেন দেয়া ছিল। সন্ধ্যার পর সরকারি অ্যাম্বুলেন্সে করে রাজশাহীতে নেয়া হয় রোগীকে। সেসময় হাসপাতালের গেট থেকে অক্সিজেন সিলিন্ডারটি হারিয়ে যায়।

সার্জারি ওয়ার্ডের নার্স রানী বেগমের দাবি, সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সিলিন্ডারটি।

সেই অ্যাম্বুলেন্সের চালক সাকু বলেন, গাড়িতেই অক্সিজেন সিলিন্ডার আছে৷ ওই রোগীকে রাজশাহী নেয়ার সময় অতিরিক্ত কোনো অক্সিজেন সিলিন্ডার নেয়া হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ আকরাম বলেন, সদর হাসপাতালের একটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।