ঢাকা ও কুমিল্লাগামী বাস নেয়া হলো থানায়, যাত্রীরা ফিরলেন বাড়িতে
সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দূরপাল্লার দু’টি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয় ।
বৃহস্পতিবার (৬ মে) রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাস দু’টিকে আটক করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বুগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে জব্দের পর জরিমানা করা হয়। বাস দুটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।
তিনি আরও বলেন, বাস দুটিকে কোতয়ালী থানায় পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে বাসগুলোকে ছেড়ে দেয়া হবে।
এছাড়া বাস জব্দ করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনুর জামানসহ সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম