কুমিল্লার ৫৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা


প্রকাশিত: ০২:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

বিএসটিআই চট্টগ্রাম অফিস কুমিল্লার ১১টি উপজেলার ৫৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। পণ্যের গুণগতমান যাচাই ব্যতীত বিক্রয় করায় উক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে সোমবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।

জানা যায়, খাদ্য ও ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অভিযোগে জেলার চৌদ্দগ্রামের ১৭টি, বুড়িচংয়ের ১৮টি, দেবিদ্বারের ৬টি, আদর্শ সদরের ২টি, সদর দক্ষিণের একটি, দাউদকান্দির তিনটি, ব্রাহ্মণপাড়ার তিনটি, মুরাদনগরের দুটি, তিতাসের একটি, চান্দিনার দুটি ও লাকসামের একটিসহ ৫৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ জাগো নিউজকে জানান, পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।