শোবার ঘরে মিলল মা গোখরাসহ ৩৮ ডিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৭ মে ২০২১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামে শোবার ঘরে একটি গোখরা সাপসহ ৩৮টি ডিম পাওয়া গেছে। তবে সাপটিকে মেরে ফেলা হয় এবং ডিমগুলো নষ্ট করে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২টার দিকে গ্রামের জালাল উদ্দিন তার ঘরে গোখরা সাপটি দেখেই লাঠি দিয়ে মেরে ফলেন। পরে ঘরের মেঝে খুঁড়ে পাওয়া যায় গোখরার ৩৮টি ডিম।

জালাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পাই। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়। এরপর মাটি খুঁড়ে ৩৮টি ডিম পায়।

স্থানীয়দের মতে, গোখরা বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে। মা সাপটি ডিমের আশপাশেই অবস্থান করে।

আল মামুন সাগর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।