রামগঞ্জে আ.লীগের ২ মেয়র প্রার্থীর মিছিলে সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থীর মিছিল থেকে সংঘর্ষ হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রামগঞ্জ শহরের ফেমাস হাসপাতালের সামনে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুর সমর্থকদের মধ্যে এ সংষর্ঘ হয়।

এতে উপজেলার ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহিন উদ্দিন সুজনসহ উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রামগঞ্জে মেয়র পদে দলীয় একক প্রার্থী বাছাই করার লক্ষ্যে সার্কিট হাউজে এক বৈঠক ডাকে। ঘটনার সময় আওয়ামী লীগ নেতা আবুল খায়ের পাটোয়ারী ও যুবলীগ নেতা এমরান হোসেন আলাদা মিছিল নিয়ে সেখানে যোগ দিতে যাচ্ছিলেন। তখন ফেমাস হাসপাতালের সামনে পৌঁছালে দু`পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ছাত্রলীগ নেতা মহি উদ্দিন সুজন ও মিজানসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। মহি উদ্দিনের হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালীর একটি হাসপাতালে নেয়া হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

কাজল কায়েস/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।