সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আম ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৪ মে ২০২১
ফাইল ছবি

জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরার মাটিকোমড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল একই গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের জমিতে ময়লা ও ছাই ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী বাশারাত আলীর সাথে কথা কাটাকাটি হয় রফিকুলের। একপর্যায়ে মাটিকোমড়া গ্রামের ইমাম সরদারের ছেলে বাশারাত হোসেন, তার স্ত্রী বাশিনূর নাহার এবং একই গ্রামের মৃত কুরমান আলীর ছেলে শাহজাহান আলী সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এতে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।