করোনার মধ্যেই সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৪ মে ২০২১

করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচনের আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এ পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া শুরু করায় সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি। করোনা সংক্রমণ রোধে সব ধরনের জনসমাগম বন্ধের নির্দেশনা থাকলেও সেটি অমান্য করে নির্বাচনের প্রস্তুতি নেয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্যদিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মধ্যেই ৮ মে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নতুন নেতৃত্ব বেছে নিতে ওইদিন ভোট দেবেন ১৬৮ জন ভোটার।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হামিদুর রহমান নান্নু বলেন, সাধারণ সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদের পর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ থাকলেও বর্তমান কমিটি কোনো আলোচনা ছাড়াই মহামারীর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে।

এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বর্তমান কমিটির সভাপতি এফকেএম লুৎফর রহমান ফিরোজ বলেন, নির্বাচনী বোর্ড গঠনের পর নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনের বিষয়টি তাদের এখতিয়ার। এটি আমার সিদ্ধান্তের বিষয় নয়। সভাপতি হিসেবে শুধু দাফতরিক দায়িত্ব পালন করছি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে নির্বাচন আয়োজন সম্পর্কে জানতে চাইলে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভোটার মাত্র ১৬৮ জন। আমরা সবাই সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ সম্ভব। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা থাকবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।