না. গঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : একজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:৫০ এএম, ৩০ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ শহরের দাদা নামের আবাসিক হোটেলে ধর্ষণের পর স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ঢাকার ডেমরার সুকুসী এলাকার সুরুজ মিয়ার ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিটার রকিবুদ্দিন আহমেদ রকিব চৌধুরী জাগো নিউজকে বলেন, ঢাকার ডেমরা সুকুসী এলাকা থেকে প্রেমিক দেলোয়ার হোসেনের সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার সাজেদা ২০০৮ সালের ২৯ আগস্ট সকালে বেড়াতে বের হয়। পরে তারা নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেইটস্থ দাদা আবাসিক হোটেলে উঠেন। সেখানে ধর্ষণ শেষে সোনিয়া আক্তার সাজেদাকে হত্যা করে দেলোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন ময়না বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।