স্পিডবোট দুর্ঘটনা : ৭ জনের মরদেহ হস্তান্তর

মো. ছগির হোসেন মো. ছগির হোসেন শিবচর থেকে
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৩ মে ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুর সোয়া ১২টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয়। শিবচর কাঠালবাড়ী হাজী ইয়াসিন মোল্লাকান্দি দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙা গ্রামের আরজু শেখ (৫০), ইয়ামিন সরদার (২), মুন্সিগঞ্জ সদর উপজেলার সাগর ব্যাপারী (৪০), কুমিল্লার দাউদকান্দির কাউসার আলম (৪০), রুহুল আমিন (৩৫), মাদারীপুরের রাজৈরের তাহের মীর (৪২) ও কুমিল্লা তিতাসের জিয়াউর রহমান (৩৫)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১২টা পর্যন্ত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার সকাল পৌনে ৭টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। দুর্ঘটনায় ২৬ জন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন মাদারীপুর সিবচর চরজানাজা নৌ-পুলিশ ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।

মো. ছগির হোসেন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।