দোতারা স্কুল প্রাঙ্গণে শুধু সারি সারি লাশ

মো. ছগির হোসেন মো. ছগির হোসেন শিবচর থেকে
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৩ মে ২০২১

মাদারীপুরের শিবচরে বাল্কহেডে স্পিডবোটের ধাক্কায় নিহত ২৬ জনের মরদেহ উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা হয়েছে। প্রাঙ্গণে রাখা সারি সারি লাশ দেখে মরদেহ শনাক্ত করছেন স্বজনরা।

এতে ঘটনাস্থলে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতির। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

সোমবার (৩ মে) দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

শিবচর চরজানাজা নৌ-পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও লাশ থাকতে পারে। তবে ধারণা করা হচ্ছে শিশুসহ ৩২ জন যাত্রী ছিল ওই স্পিডবোটে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত লাশের সংখ্যা জানা যাবে না বলছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাংলাবাজার পুরোনো ঘাটে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্পিডবোট চালক মাদকাসক্ত ছিলেন। দ্রুত গতিতে স্পিডবোট চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিল না।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।