নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভারতফেরত ৯৯ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০১ মে ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ভারত থেকে আগত বাংলাদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষ্যে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত থেকে শনিবার (১ মে) পর্যন্ত ভারতফেরত ৯৯ জনকে সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

jagonews24

তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিদেশ থেকে প্রত্যাগত ১০০ জনের আবাসন, খাবারসহ অন্যান্য সব ব্যবস্থা, জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন করেছে। আগত বাংলাদেশিদের অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষ্যে এ ব্যবস্থা করা হয়েছে।’

হাফিজুল নিলু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।