কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০১ মে ২০২১
ফাইল ছবি

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক রাশেদুল উপজেলার ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৬ কাছে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধপথে ইয়াবা আনতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে যান। সন্ধ্যায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ৬ গুটালু ক্যাম্পের বিএসএফের টহল দলের নজরে পড়েন। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন রাশেদুল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে তাকে আটক করেছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে ৩৫ বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনিও ঘটনাটি জেনেছেন। তবে করোনার কারণে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠক করেনি। কাজেই আটকের বিষয়টি নিশ্চিত নই।

মাসুদ রানা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।