পিস্তল-গুলিসহ চোরাকারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ মে ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তরিকুল ইসলাম (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে দুইটি পিস্তুল, চারটি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৮টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তরিকুল উপজেলার চককীর্তি ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার কিছু অবৈধ ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

শুক্রবার রাত পৌনে ৮টায় র‍্যাবের একটি দল শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামস্থ পূর্বপাড়া বাহাদুরপুর মোড় এলাকার আশরাফুরের দোকানের সামনে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।