নড়াইলে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০২১

নড়াইলে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) জেলার লোহাগড়া উপজেলার দীননাথপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দীননাথপাড়া গ্রামের কফিলুদ্দিনের ছেলে সুরুজ মোল্যা (৬৫), মৃত ছলেমান মোল্যার ছেলে দুলাল মোল্যা (৫০), মৃত মোকাদ্দেছ শেখের ছেলে সাইফার শেখ (৬০) ও মো. রোকন কাজীর ছেলে উতার কাজী (৬০)।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয় ওই এলাকার মানুষ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮টি ঢাল, ২২টি সড়কি, চারটি ভেলা উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নড়াইলে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।