ঈদে নীলফামারীতে চার লাখেরও বেশি মানুষ পাচ্ছেন নগদ সহায়তা
ঈদ উপলক্ষে সারাদেশে অসহায় ও দরিদ্রদের দেয়া হচ্ছে নগদ সহায়তা। ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এ সহায়তা পাচ্ছেন নীলফামারীর চার লাখ চার হাজার ৩১৫ জন। প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ১৮ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা সহায়তা হিসেবে দেয়া হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা সূত্র জানায়, বরাদ্দের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ৯০ হাজার ৬৯০ জনের মধ্যে চার কোটি আট লাখ ১০ হাজার ৫০০ টাকা, জলঢাকায় ৭৮ হাজার জনের মধ্যে তিন কোটি ৫১ লাখ টাকা, ডোমারে ৫৩ হাজার ৭০১ জনের মধ্যে দুই কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা, ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জনের মধ্যে তিন কোটি দুই লাখ ৩৪ হাজার ৬০০ টাকা, কিশোরগঞ্জ উপজেলায় ৫৬ হাজার ৫৪৭ জনকে দুই কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ১৫০ টাকা ও সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জনকে এক কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৭০০ টাকা দেয়া হবে।
ডিমলা উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মেজবাহুর রহমান জাগো নিউজকে বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে ইউনিয়ন পর্যায় থেকে। তালিকায় নাম অন্তর্ভুক্তে ১২টি শর্ত দেয়া হয়েছে। এর বাইরে কেউ এ সুবিধা পাবেন না।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেইন জাগো নিউজকে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে। দ্রুত সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ’র এ টাকা বিতরণ শুরু হবে।
জাহেদুল ইসলাম/এসএমএম/এমএস