ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ৭২ সালে সমাজতন্ত্রের ঝাণ্ডা নিয়ে জন্ম নেয়া জাসদ বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে।

রোববার বিকেলে নোয়াখালী জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের স্ত্রী লুৎফা তাহের, জাসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, উপদেষ্টা মো. সলিম উল্লাহ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলম চৌধুলী পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মকছুদের রহমান মানিক, সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল হক বকশি।

মিজানুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।