মুন্সিগঞ্জে জাটকাসহ ৩০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ছয় মণ জাটকাসহ এক লাখ দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব মাছের আনুমানিক মূল্য এক লাখ ৪৪ হাজার ও জালের দাম ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে মাওয়া নৌ-পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাওয়া সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযানে এ জাটকা ও জাল জব্দ করা হয়।

mash3

বিষয়টি নিশ্চিত করেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির।

তিনি জানান, রাতে উপ-পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কয়েকটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় জাটকা মাছ ও জাল জব্দ করেন।

mash3

শুক্রবার (৩০এপ্রিল) সকালে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অনুমতিতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। একইসাথে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।