বরগুনায় ছেলের শাবলের কোপে বাবা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০২১

বরগুনায় জমিজমা বণ্টন নিয়ে বিরোধের জেরে ছেলের শাবলের কোপে আয়নার মীর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জামাল মীরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা বণ্টন নিয়ে আয়নার মীরের সঙ্গে তার ছোট ছেলে জামাল মীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে শাবল দিয়ে বাবাকে কোপ দেন। চিৎকারে শুনে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

jagonews24

আয়নাল মীরের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে তিন ভাইদের মধ্যে জমিজমা বণ্টন নিয়ে ঝামেলা ছিল। এর জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালিয়ে হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলেকে আটক করি। জামাল নিজেই বাবাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।