মুহূর্তেই পুড়ে ছাই ৩০ ঘর
পঞ্চগড়ের বোদায় অগ্নিকাণ্ডে ২৫ পরিবারের ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দুপুরের পর বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি আমডাঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পরিবারগুলোর প্রায় ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ওই এলাকার সফিকুল ইসলাম রঞ্জুর বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এরইমধ্যে আগুনে ২৫ পরিবারের ৩০টি ঘর পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে থাকা চাল, ডাল, নগদ টাকা, আসবাপত্রসহ মূল্যবান সম্পদ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পরপরই বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও ৪টি করে কম্বল বিতরণ করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী বলেন, ১৩টি পরিবারের সবগুলো ঘর আগুনে পুড়ে গেছে। ১২টি পরিবারের আংশিক ক্ষতি হয়েছে। আমরা প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল ও ৪টি করে কম্বল দিয়েছি। তাদের নগদ ৬ হাজার টাকা ও দুই বান্ডিল করে টিন দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
সফিকুল আলম/এফএ/এমকেএইচ