রাঙ্গামাটিতে একমাসে ‘অব্যাহতি’ পেল ৬ ছাত্রলীগ-যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৭ এপ্রিল ২০২১

রাঙ্গামাটির লংগদুর তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘শিবির সম্পৃক্ততার’ দায়ে তাদের ‘অব্যাহতি’ দিয়েছে উপজেলা ছাত্রলীগ। এর আগে হেফাজতে ইসলামীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবস্থান নেয়ার ঘটনায় তিন ছাত্রলীগ-যুবলীগ নেতা বহিষ্কার হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙামাটির লংগদু উপজেলা ছাত্রলীগ বিষয়টি জানায়।

‘অব্যাহতি’প্রাপ্তরা হলেন, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ফারহাদ আল ফারদীন, সাবেক উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা ছাত্রলীগের কর্মী নুরুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক রোকন উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ লংগদু উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এ তিনজনকে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো। তাদের কোনো কার্যক্রমের দায়ভার লংগদু উপজেলা ছাত্রলীগ নিবে না।’

লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ বলেন, ‘জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় উপজেলা আওয়ামী লীগের পরামর্শের ভিত্তিতে তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি জেলা কমিটিকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।’

এদিকে এ সিদ্ধান্তের পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ঝন্টু ফেসবুকে উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এতদিন পরে টের পাওয়ার জন্য ধন্যবাদ। তবে এ ধরনের আরও যারা আছে তাদেরও খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে।’

এদিকে এ ঘটনাসহ গত একমাসে হেফাজত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততার চারটি পৃথক ঘটনায় বহিষ্কৃত হলেন মোট পাঁচ ছাত্রলীগ নেতা ও এক যুবলীগ নেতা।

এরা হলেন, কাপ্তাইয়ের কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসান, লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টু।

শংকর হোড়/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।