সুনামগঞ্জে ভেজাল পণ্য বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজাল পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিম।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এ জরিমানা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
বাজার তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেয়া হয়। তদারকি কাজে সহযোগিতা করেন র্যাব-৯ এর সদস্যরা।
এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে আজ চিকারকান্দি বাজারে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
লিপসন আহমেদ/এসজে/এমএস