শেরপুরে সক্রিয় সর্বহারা পার্টির সদস্যরা, জানান দিতে পোস্টারিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ এপ্রিল ২০২১

বগুড়ার শেরপুরসহ আশপাশের চার উপজেলার মিলনস্থল রানীরহাট ও পাশের ভবানীপুর বাজার ঘিরে সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধঘোষিত চরমপন্থী পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্যরা। তাদের উপস্থিতি জানান দিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা বাজারে পোস্টারিং করা হয়েছে। এতে করে সীমান্তবর্তী এই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে সরেজমিন বিশ্বা বাজারে গিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় বিদ্যালয়ের জানালা সংলগ্ন দেয়ালে সাঁটানো এসব পোস্টার দেখা যায়। এতে পূর্ব বাংলা সর্বহারা পার্টিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার সকালের দিকে তারা বাজারে আসলে বিভিন্ন দোকানের দেয়াল এবং বাজার সংলগ্ন বিশ্বা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে পোস্টারিং দেখতে পান। তারা ধারণা করছেন, রোববার (২৫ এপ্রিল) গভীর রাতে সর্বহারা পার্টির সদস্যরা লাল রঙের কাগজে হাতে লেখা এসব পোস্টার দেয়ালে সাঁটিয়ে দেন। এতে লেখা রয়েছে ‘পূর্ববাংলা সর্বহারা পার্টিতে যোগ দিন, এই সরকারের পতন ঘটাতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পুলিশকে মানি না, মানব না।’

বিশ্বা গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন ও মকবুল হোসেন বলেন, বিগত পাঁচ বছর আগেও সর্বহারা পার্টির নামে তাদের নামসহ এই গ্রামের আরও চারজন ব্যক্তির নামে বাড়িতে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরমধ্যে নরত্তম নামের এক চিকিৎসককে চিঠির মধ্যে রাইফেলের গুলি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

এই গ্রামের বাসিন্দারা বলেন, প্রতি বছরই ধানকাটা মৌসুমে বিশ্বা বাজারে সর্বহারা পার্টির নামে পোস্টারিং করা হয়। এমনকি এই সর্বহারা পার্টির সদস্যরা নানা কৌশলে গ্রামের ধনাঢ্য কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন। কিন্তু জীবনের ভয়ে তাদের চাঁদা দেয়ার বিষয়টি প্রকাশ করেন না। তারা সকাল থেকে সারাদিন গ্রামে অবস্থান করলেও প্রতিদিন সন্ধ্যার আগেই প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলা সদরে গিয়ে বাসাবাড়ি ভাড়া নিয়ে রাতযাপন করে থাকেন।

গ্রামবাসীরা আরও জানান, বিগত কয়েক বছরের মধ্যে এই এলাকায় কোনো ডাকাতির ঘটনা না ঘটলেও গরু চুরি বেড়েছে। তাদের ধারণা, সর্বহারা পার্টির নামে যারা পোস্টারিং করেন তারাই গরু চুরির সঙ্গে জড়িত।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করে বলেন, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য কোনো চক্র এই কাজটি করে থাকতে পারেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সর্বহারা পার্টির নামে যারা পোস্টারিং করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।