এস্কেভেটর দিয়ে নিজে খালের ময়লা পরিষ্কার করলেন বরিশাল মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৬ এপ্রিল ২০২১

বরিশাল নগরীর মধ্যদিয়ে বয়ে চলা ২২টি খালে ময়লা-আবর্জনা জমে থাকায় পানির প্রবাহ নেই বললেই চলে। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় নগরজুড়ে জলাবদ্ধতা। খালে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। এ অবস্থা নিরসনে খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর খাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় নগরীর চৌমাথা বাজার সংলগ্ন নবগ্রাম খালের ময়লা মেয়র নিজে ভেকু (এস্কেভেটর) দিয়ে পরিষ্কার করেন।

vaku3

উদ্বোধনী কার্যক্রমে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদর মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস ও সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা ফেলে খাল দূষণ করা হচ্ছে। এ কারণে নগরীর বিভিন্ন স্থানে বর্ষার সময় জলাবদ্ধতা দেখা দেয়। তাই বর্ষার আগে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।। আজ থেকে শুরু হওয়া এই পরিষ্কার কার্যক্রম মাসব্যাপী চলবে।

vaku3

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ভেকু ছাড়াও দেড়শ শ্রমিক অংশ নিয়েছেন। প্রথম পর্যায়ে নগরীর পাঁচটি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও খনন করা হবে।

খালগুলো হলো-নবগ্রাম খাল, জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল ও ভাটার খাল। এরপর পর্যায়ক্রমে সবকটি খালই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হবে।

সাইফ আমীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।