চৌগাছায় স্ত্রীকে বালিশচাপায় হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেফতার
যশোরের চৌগাছায় সুরাইয়া আক্তার আয়েশা (১৮) নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুরাইয়ার স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সুরাইয়া যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। অভিযুক্ত জুয়েল রানা ইমরান চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে। কয়েকমাস আগে চৌগাছা উপজেলা পরিষদ জামে মসজিদে কিছুদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী।
নিহত সুরাইয়ার মা কুলসুম জানান, এক বছর আগে জুয়েল রানা ইমরানের সঙ্গে বিয়ে হয় সুরাইয়া আক্তার আয়েশার। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল। রোববার ইফতারের ১০মিনিট আগেও আয়েশার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তখন জামাই আসলে কথা বলিয়ে দেবে বলে ফোন রেখে দেয়। এরপর প্রতিবেশীদের কাছে সংবাদ পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে পৌঁছাই।
তিনি কাঁদতে কাঁদতে বলেন, যখন আমার মাকে (মেয়ে সুরাইয়া) আঘাত করেছে তখন সে আমার কাছে ফোন করেছিল। আমি রিসিভও করেছিলাম। কিন্তু হ্যালো হ্যালো করেও কোনো সাড়া পাইনি। তখনও মনে হয়নি আমার কলিজার টুকরাকে এভাবে হত্যা করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, হত্যার পর ইমরান ঘরের বাইরে এসে স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার করে লোক ডাকতে থাকেন। সুরাইয়ার মরদেহ দেখ স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় সংবাদ দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
মিলন রহমান/আরএইচ/জেআইএম