শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে কমেছে মানুষের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০২১

পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে কর্মস্থলমুখি মানুষের চাপ কমেছে। দোকান-শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে গত দুইদিন যাত্রীদের চাপ থাকলেও সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ চাপ অনেকটাই কমতে শুরু করেছে।

এ নৌরুটে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে ৯টি ফেরি সচল রয়েছে বলে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

jagonews24

এদিকে যেসব যাত্রীরা ঘাটে আসছে গণ পরিবহন বন্ধ থাকায় তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির পাশাপাশি অধিক ভাড়া গুণতে হচ্ছে।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়াঘাটে যানবাহন-যাত্রীর চাপ নেই। তবে বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে করে কিছু যাত্রীরা শিমুলিয়াঘাটে এসে ছোট যানবাহন করে ঢাকাসহ নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।