সাভার ভূমি অফিসে অটোমেশন পদ্ধতির উদ্বোধন
সাভারে ভূমি ব্যবস্থাপনায় ‘অফিস অটোমেশন পদ্ধতি’র উদ্বোধন করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে ভূমি রাজস্ব ও নামজারী সংক্রান্ত সকল কাজ অনলাইনেই সম্পাদন করা হবে। রোববার দুপুরে সাভার উপজেলা ভূমি অফিসে এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
পরে সাভার উপজেলা মিলনায়নে আয়োজিত এক আলোচনা সভায় সেবাটির বিভিন্ন সুবিধা তুলে ধরেন ভূমি কর্মকর্তারা। এসময় তারা বলেন, ওয়ান স্টটপ সার্ভিস` নামক এই প্রকল্পটির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়ানোর পাশাপাশি ভূমির মালিকদের হয়রানি কমে আসবে। এখন থেকে সাভার উপজেলা ভূমি অফিসের নির্ধারিত ওয়েব সাইটে নামজারি ও খাজনা পরিশোধের আবেদন করতে পারবে ভূমি মালিকরা। আবেদনের পর থেকে প্রতিটি স্তরের তথ্য আবেদনকারীকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজলে মীর, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা যুবায়ের হোসেন।
আল-মামুন/জেডএইচ/এমএস