রাবিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:১২ এএম, ২৬ এপ্রিল ২০২১

রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় রাতের আঁধারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে মাটিবোঝাই ট্রাক্টরচাপায় মেরাজ (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেরাজ নগরীর উপকণ্ঠে কাটাখালী থানাধীন কিসমত কুখন্ডী গ্রামের বাসিন্দা দুলালের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের পুকুর খনন প্রকল্পের গাড়ির হিসাব সংরক্ষণের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, রাবির পুকুর থেকে খননকৃত মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তার গর্তে চাকা পড়ে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে অবস্থানরত মেরাজ পড়ে গিয়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের পর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রাবির উপ-উপাচার্য ও কৃষি প্রকল্পের উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং প্রকল্পের ইজারাদার মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব পাশের প্রায় ১০ বিঘা জমিতে পুকুর তৈরির জন্য টেন্ডার হয়। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বুধপাড়া এলাকার মাসুদ রানা দরপত্রে সর্বোচ্চ দর দিয়ে চার বছরের জন্য পুকুরটির ইজারা পান।

দরপত্রের শর্ত অনুযায়ী, খননের পর পুকুরের পাড় বাঁধাই করে অতিরিক্ত মাটি পাশেই রাখার কথা ছিল। তবে নিয়মবহির্ভূতভাবে প্রতিনিয়ত মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করছিলেন ইজারাদার।

ফয়সাল আহমেদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।