চাঁদা না দেয়ায় শিক্ষককে পেটালো দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৯ নভেম্বর ২০১৫

নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না দেয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বেধড়ক পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, কলমাকান্দা উপজেলার চৈতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুছ আলীকে কয়েকদিন আগে থেকেই মঠোফোনে কয়েকজন দুর্বৃত্ত একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার সন্ধ্যায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে স্থানীয় পাঁচগাও বাজারের একটি ঘরে আটক করে নির্যাতন করে। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে ভর্তি করে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৃনাল কান্তি সরকার জাগো নিউজকে বলেন, ভর্তির সময় আহত শিক্ষককের নাখ ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে অবস্থা একটু ভালো এবং আশঙ্কামুক্ত আছেন তিনি।

এদিকে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস আজ সকাল ১০টার দিকে কলমাকান্দা হাসপাতালে আহত শিক্ষককে দেখে ঘটনাটির সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের স্ত্রী খুশিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা আক্তার জাগো নিউজকে বলেন, স্থানীয় এমপি বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও দুবৃর্ত্তরা এখনও তার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
 
কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।