পাখিভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১১ এএম, ২৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাখিভ্যানের ধাক্কায় খাইরুন্নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খাইরুন্নেছা আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের মৃত সবের আলী মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে খাইরুন্নেছা বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি পাখিভ্যান খাইরুন্নেছাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর জখম হন। পরিবারের সদস্যরা খাইরুন্নেছাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, খাইরুন্নেছা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় খাইরুন্নেছার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।