রাজশাহীতে যুবলীগ নেতাসহ ১৭ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২১
ফাইল ছবি

রাজশাহীর তালাইমারীতে জুয়া খেলার সময় স্থানীয় যুবলীগ নেতা মিলন শেখসহ ১৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (২৫ এপ্রিল) দুপুর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তালাইমারী শাখার চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মিলন শেখ ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। পরবর্তীতে তাদের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, ‘শনিবার রাতে র‍্যাব-৫ এর একটি দল ১৭ জনকে আটকের পর থানায় হস্তান্তর করে। তবে এখানে কেউ কোনো দল করে কিনা তা জানি না। তবে শুনেছি তারা সবাই শ্রমিক। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।