হেফাজতের পক্ষে পোস্ট দেয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের পক্ষে পোস্ট দেয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে আমির হোসেন মিন্টু হেফাজত ও জামায়াত ইসলামীর পক্ষে ফেসবুকে বিভিন্ন মন্তব্য ও সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছেন। গঠনতন্ত্রের (ক) এর-২২ ধারা মোতাবেক তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

তারা বলেন, যুবলীগ একটি সু-সংগঠিত সংগঠন। তাই সকলকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে।

শংকর হোড়/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।