ওবায়দুল কাদেরের বোনের বাসা থেকে ৬ ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগম কুসুমের (৬৯) বাসা থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) সকালে ওই বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের বোনের বাড়িতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। ককটেল হামলা ও উদ্ধারের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এরআগে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায় বলে নিশ্চিত করেছেন মন্ত্রীর ভাগিনা হুমায়ুন রশিদ মিরাজ।

তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী শহীদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেলের নেতৃত্বে পাঁচ-ছয়জন সন্ত্রাসী হামলা চালিয়ে ১০-১২টি ককটেল নিক্ষেপ করে।

ওই বাসায় সেতুমন্ত্রীর ভাগিনা ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও থাকেন। তবে হামলার সময় তিনি দলের কাজে ঢাকায় অবস্থান করছিলেন।

মন্ত্রীর বোন তাহেরা বেগম কুসুম জাগো নিউজকে বলেন, তিনি অসুস্থ। বাসায় ছেলে ও ছেলের বউ ছাড়া কেউ নাই। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

jagonews24

তিনি আরও জানান, তার বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর সঙ্গে তার ভাই আবদুল কাদের মির্জার বিরোধের জেরে তার (কাদের মির্জা) লোকজন এ হামলা চালিয়েছে।

এ ঘটনার পর নিজেদের নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি করেন তাহেরা বেগম কুসুম।

মন্ত্রীর ভাগিনা হুমায়ুন রশিদ মিরাজ বলেন, ককটেল হামলার পর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম কবির এসে বাসার সামনে পুলিশ মোতায়েন করে গেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে ওবায়দুল কাদেরের নিজ বাড়ির দরজায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও কয়েকজনকে গ্রেফতার করে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।