রোহিঙ্গা ডাকাত ধরতে গহীন বনে পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৫ এপ্রিল ২০২১

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরে প্রায় প্রতিদিনই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এরই প্রেক্ষিতে শনিবার (২৪ এপ্রিল) টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের পেছনের গহীন বনে জেলা পুলিশ ও ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়েছেl

অভিযানে ডাকাত সদস্যদের কেউ আটক না হলেও পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশি আগ্নেয়াস্ত্র, পাঁচটি রামদা এবং শর্টগানের ব্যবহৃত ছয়টি গুলি জব্দ করা হয়l

জানা যায়, গত ২২ এপ্রিল রাতে একদল রোহিঙ্গা ডাকাতের এলোপাথাড়ি গুলিতে স্থানীয় মো. হোসেন (৩২) নামের এক সিএনজি চালক নিহত হন। আহত হয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছেন অপর রোহিঙ্গা আয়াজ।

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা করে নিহতের বড় ভাই মো. জামাল। দুর্বৃত্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভাও করে স্থানীয়রা।

এরই প্রেক্ষিতে শনিবার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড় বেষ্টিত গহীন বনে রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালায় জেলা পুলিশ ও ১৬ এপিবিএন।

police3

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধীদের ধরতে গহীন বনে জেলা পুলিশ এবং ১৬ এপিবিএন যৌথ অভিযান চালিয়েছে। দুটি ইউনিটে প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্স এ অভিযানে অংশ নেন। স্থানীয় ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্র অপরাধমূলক কর্মকাণ্ড শেষে তাদের গোপন আশ্রয়স্থল হিসেবে এ সমস্ত এলাকা ব্যবহার করে থাকে।

তিনি আরও বলেন, অভিযানে এপিবিএনের কমান্ডো ইউনিট এবং ড্রোন ব্যবহার করা হলেও সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে গহীন বনে আত্মগোপন করে। তাই কাউকে আটক করা না গেলেও সন্ত্রাসীদের ব্যবহৃত কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে অভিযান চলাকালেও নামাজের সময় গান বাজাতে নিষেধ করায় বাগ-বিতণ্ডার জেরে রোহিঙ্গা কিশোরের ঘুষিতে নুরুল হক (৪৫) নামের আরেক রোহিঙ্গা ব্যক্তির মৃত্যু হয়েছে।

police3

নিহত নুরুল হক হ্নীলার ২৭নং জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ-৩ ব্লকের অলি হোসেনের ছেলে।

তিনি দুপুরের নামাজ পড়তে বের হয়ে তার ঘর হতে একটু দূরে মোবাইলে উচ্চস্বরে গান বাজাতে দেখে প্রতিবেশী রোহিঙ্গা আয়ুবের ছেলে জাবেরকে (১৫)। এসময় জাবেরকে ধমক দেন মওলানা নুরুল হক।

তখন কিশোর জাবেদ তাচ্ছিল্যের সুরে নুরুল হককে ‘এক টাকার মৌলভী’ বলায় ক্ষিপ্ত হয়ে নুরুল হক জাবেরকে জাপটে ধরেন। নিজেকে ছাড়াতে জাবের এলোপাথাড়ি ঘুষি মারলে নুরুল হক অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে শিবিরের টিডিসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।

সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।