প্রাইভেট পড়িয়ে ফেরার পথে স্কুল শিক্ষককে মারধর, টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০২১

নড়াইলে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার পথে সৈয়দ মেসবাহ উদ্দীন (৪৬) নামে এক স্কুল শিক্ষককে মারধর করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ১১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল পৌরসভার আলাদাতপুর নারী সংস্থার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষক মেসবাহ নড়াইল সদর উপজেলার নাকশি-মাদরাসা এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

jagonews24

তিনি বলেন, ‘আলাদাতপুর এলাকার গোলাম মোস্তফা (৩৫) এবং তানজির হোসেন (৩০) নামে দুজন বেশ কয়েকদিন আগে আমার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করি। আজ দুপুরে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ওই দুজন আমাকে বেধড়ক মারধর করে। এ সময় আমার পকেটে থাকা ১১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন পিপিএম বলেন, ‘আজ বিকেল পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

হাফিজুল নিলু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।