এবার কৃষককের ধান কাটলেন দুই নারী এমপি

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৪ এপ্রিল ২০২১

সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের এক একর জমির ধান কেটে দিয়েছেন দুই নারী সংসদ সদস্য।

শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দেখার হাওরে মাথায় ছাতা, গলায় গামছা পেচিয়ে একযোগে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধান কাটতে শুরু করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

jagonews24

ধানকাটা শেষে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী কৃষকের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াইসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-২ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।

jagonews24

সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, কৃষকের ধান গোডাউনে দেয়া নিয়ে কোনো অনিয়ম হবে না। কোনো সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে চাল যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতারা।

লিপসন আহমেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।