সেই চাচা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৪ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাব্বি হোসেন (৬) নামের এক শিশুর মাথায় ফুটন্ত গরম ভাত ঢেলে দেয়ার ঘটনায় তার বড় চাচা আব্দুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ একই গ্রামের ইবাদত মণ্ডলের ছেলে।

শনিবার (২৪ এপ্রিল) আব্দুর রশিদকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় শিশু রাব্বির মা রোমানা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, থানায় মামলা হওয়ার পর আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাব্বি হোসেন (৬) নামের এক শিশুর মাথায় ফুটন্ত গরম ভাত ঢেলে দেন আপন বড় চাচা আব্দুর রশীদ। এতে শিশুটির ঘাড়, কানসহ শরীরের বিভিন্নস্থানে ঝলসে গেছে। অবুঝ শিশুটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

গত সোমবার (১৯ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ভাংবাড়িয়া গ্রামের মোল্লাপাটায় এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।

আহত শিশু রাব্বি ওই এলাকার লালু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।