সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত
সাত দফা দাবিতে সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. জমির আহমদ।
তিনি জানান, পরিবহন মালিক-শ্রমিদের সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার ও চার জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। এতে সাত দফা দাবি বাস্তবায়নে প্রশাসন আশ্বাস দিয়েছে। তাই আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।
দাবি বাস্তবায়ন শুরু না হলে আবার ধর্মঘটের ডাক দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত শনিবার সংবাদ সম্মেলন করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করে।
সাত দফা দাবির মধ্যে রয়েছে, সিএনজিচালিত অটোরিকশা, ইমা, লেগুনা ও হিউম্যান হলারের রেজিস্ট্রেশন বন্ধ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে ত্রি-হুইলার এবং নছিমন, করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত ইজিবাইক ইত্যাদি গাড়ি চলাচল বন্ধ করা।