ওবায়দুল কাদেরের বাড়ির পাশে ফাঁকা গুলি বর্ষণ, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৮ এএম, ২৩ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির পাশে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার বড়রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম কবিরসহ ঘটনাস্থলে যাই। কিন্তু ঘটনাটি মন্ত্রী মহোদয়ের বাড়ির পাশে হলেও সেটি সীমান্তের ওপারে ফেনীর দাগনভূঞা এলাকার তালের চারা নামকস্থানে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দু’টি মোটরসাইকেলে করে চারজন হেলমেট পরা লোক এসে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় লোকজন বেরিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এরআগে, গত শুক্রবার (১৬ এপ্রিল) রাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির দরজায় ককটেল হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় হাসান ইমাম রাসেল নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।