হেরোইন বেচতে গিয়ে ধরা আ.লীগ নেতা
পাবনার ঈশ্বরদীতে হেরোইনসহ বেচতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা খেলেন হাবিবুর রহমান হাবিব (৩৬) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। হাবিবুর ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঈশ্বরদী সার্কেল অফিসের ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, হাবিব মেম্বার বড় অঙ্কের হেরোইন বেচতে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, হাবিবুর রহমান হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে পাবনা ও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমিন ইসলাম/এসজে/এএসএম