রূপগঞ্জে বাসের চালক-হেলপারকে হাতুড়িপেটা করে টাকা লুট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২১ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিনব কায়দায় চলন্ত বাস থামিয়ে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাতুড়িপেটা করে টাকা ও গাড়ির কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল নীলভিটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক হারেজ ও হেলপার হযরত আলীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চালক হারেজ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চবপরুয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলেেএবং হেলপার হযরত আলী ঠাকুনগাঁও জেলার রুহিলা থানার মাদেবপুর গ্রামের জমসের আলীর ছেলে।

বাসের হেলপার হযরত আলী জানান, তারা তাজ পরিবহন কোম্পানির চালক হিসেবে চাকরি করে আসছেন। বুধবার ভোরে বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-১৮৬৫) যাত্রীসহ ঠাকুরগাঁও থেকে কুমিল্লা বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। ভোর ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল নীলভিটা ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলযোগে ছয়জন ছিনতাইকারী বাসটিকে অভিনব কায়দা গতিরোধ করেন। পরে বাসের চালক হারেজ ও তাকে অস্ত্রের মুখে নামিয়ে হাতুড়িপেটা করতে থাকেন। এসময় তাদের সঙ্গে থাকা ৩৬ হাজার টাকা, মোবাইল সেট ও গাড়ির সব কাগজপত্র লুটে নেন। এসময় বাসে থাকা যাত্রীরা একসঙ্গে ‘ছিনতাইকারী ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা তার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলিম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।