৭০ দিন পর চালু হলো রামেকের পিসিআর মেশিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ এপ্রিল ২০২১

জনবল সঙ্কটের কারণে গত ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পিসিআর ল্যাব।করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টানা ৭০ দিন বন্ধ থাকার পর সেটি চালু করেছ রামেক কর্তৃপক্ষ।

সোমবার (১৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবারও (২০ এপ্রিল) ট্রায়ালে নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে বুধবার (২১ এপ্রিল) ল্যাবটিতে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

এটি রাজশাহীর দ্বিতীয় পিসিআর ল্যাব। প্রথম ল্যাবটি রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে। এই ল্যাবে চার শিফটে এখন সাড়ে তিনশোর বেশি করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

ল্যাবে নতুন করে পরীক্ষা কার্যক্রম শুরুর পর রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবের টেকনিক্যাল অ্যাডভাইজার ও বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম হাসান এ লতিফ।

রামেক হাসপাতাল পরিচালক জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ল্যাব সামগ্রী দ্রুততার সঙ্গে সরবরাহ করা হবে। ল্যাবের লোকবল বাড়িয়ে সর্বোচ্চ সেবাও দেয়া হবে।

তিনি আরও জানান, প্রথম দিনে এখানে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে। জনবল বাড়িয়ে এখানে আরও বেশি নমুনা পরীক্ষা করা যায় কিনা সেটি দেখা হচ্ছে।

ফয়সাল আহমেদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।