নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে প্রাণ গেল গৃহকর্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৯ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার শিয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বকুল হোসেন শিয়ালমারী গ্রামের মো. তুরাপ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কুবতর পালতেন। প্রায়ই রাতে বনবিড়াল কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। রোববার রাতে বন বিড়ালের হাত থেকে কবুতরগুলো রক্ষার জন্য কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন বকুল হোসেন।

একইদিন রাত সাড়ে ৩টায় কবুতর ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে তা মারতে যান বকুল হোসেন। এসময় নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিয়ালমারী গ্রামে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেনের মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।